ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে বৈঠকে তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ান ও রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন, শস্য চুক্তি নিয়ে আলোচনা
টিডিএন বাংলা ডেস্ক: দীর্ঘ দিন ধরে চলতে থাকা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে রাশিয়ার উপকূলীয় শহর সোচিতে বৈঠকে বসলেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান ও রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। সোমবার রাশিয়ার ব্ল্যাক সি রিসর্টে আয়োজিত বৈঠকের উদ্বোধনী বক্তব্যে পুতিন এরদোয়ানকে বলেন, তিনি আশা করেন যে তারা তুরস্কে একটি প্রাকৃতিক গ্যাস হাব নিয়ে আলোচনা শেষ করবেন এবং শস্য চুক্তি নিয়েও আলোচনা করবেন।
কৃষ্ণ সাগর বন্দর ব্যবহার করে শস্য রপ্তানি চুক্তি সংক্রান্ত আলোচনা করতে প্রস্তুত রাশিয়া। এই চুক্তি স্বাক্ষর পুনরায় সম্ভব হলে এর মাধ্যমে বন্দর ব্যবহার করে শস্য রপ্তানি করতে পারবে ইউক্রেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটি বাস্তবায়িত হলে ইউক্রেন তার দেশে উৎপাদিত শস্য বাইরে রপ্তানি করতে পারবে। এর ফলে বিশ্বব্যাপী খাদ্য সংকট অনেকটাই কমে আসবে।
পুতিন তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে বলেন, “আমি জানি আপনি খাদ্যশস্য চুক্তির বিষয়টি তুলবেন। আমরা এই চুক্তির ব্যাপারে একেবারেই উন্মুক্ত।” তিনি গতকালের এই বৈঠকে সুস্পষ্ট করে বলেছেন, রাশিয়ার পণ্য রপ্তানির ব্যাপারে যে সমঝোতা হয়েছিল তা বাস্তবায়ন করলেই কেবল মস্কো এই চুক্তিতে ফিরবে। অন্যদিকে এরদোয়ান বলেন, শস্য চুক্তির বিষয়ে খবরের জন্য অপেক্ষা করছে বিশ্ব। আজকে আমাদের বৈঠক থেকে কী বের হবে তার জন্য সবাই অপেক্ষায় আছে। আমি বিশ্বাস করি, বৈঠকের পরে সংবাদ সম্মেলনে বার্তাটি সমগ্র বিশ্বের জন্য, বিশেষ করে আফ্রিকান দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।’
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার বলেছেন, তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে চুক্তিটি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ‘একটি সুনির্দিষ্ট প্রস্তাব’ পাঠিয়েছেন।