HighlightNewsখেলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জোড়া সেঞ্চুরি স্মৃতি-হরমপ্রীতের, উচ্ছসিত ভারতীয় ক্রীড়া প্রেমীরা

টিডিএন বাংলা ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হয়ে জোড়া সেঞ্চুরি করে ইতিহাস তৈরি করলেন ভারতের মহিলা ক্রিকেটের জাতীয় দলের দুই সদস্য স্মৃতি মান্দানার ও হরমপ্রীত কৌর। তাদের দুই জনের এই জোড়া শত রানের ফলে এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত মোট রান দাঁড়ায় ৩১৭। তাদের দুই জনের এই সাফল্যে স্বভাবতই খুশি ভারতীয় ক্রীড়া প্রেমীরা। এক দিনের ক্রিকেটে যা ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩৫৮ রান করেছিল তারা। সেটাই মেয়েদের এক দিনের ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রান।

স্মৃতি মান্দানার পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেভাবে খেলতে পারেননি। কিন্তু এদিন তিনি ১১৯ বলে ১২৩ রানের এক অনবদ্য
ইনিংস খেলেন, যা দর্শকদের মন কেরে নেয়। ১৩টি চার এবং দু’টি ছয় দিয়ে সাজানো ছিল তার ইনিংস। এক দিনের ক্রিকেটে এটি তাঁর পঞ্চম শতরান। অন্যদিকে ১০৭ বলে ১০৯ রান করেন হরমনপ্রীত। ৪৯তম ওভারে আউট হন তিনি। দু’টি ছয় এবং ১০টি চার মারেন হরমনপ্রীত। এক দিনের ক্রিকেটে এটি তাঁর চতুর্থ শতরান। প্রথম দিকে ৭৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পরে গিয়েছিল ভারত। সেখান থেকে স্মৃতি মন্ধানা এবং হরমনপ্রীত কৌরের শতরানে ভর করে তিনশো রানের গণ্ডি পার করল ভারত। ওয়েস্ট ইন্ডিজের সামনে এখন ৩১৮ রানের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন ভারতীয় ব্যাটাররা। এখন এটাই দেখার কারা জয় ছিনিয়ে নিতে পারেন।

Related Articles

Back to top button
error: