টুইটারের সিইও’র পদত্যাগ, নতুন সিইও ভারতের পরাগ আগরওয়াল

টিডিএন বাংলা ডেস্কঃ সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন জনপ্রিয় সামাজিক গণমাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসি। তিনি এই গণমাধ্যমের শুধুই সিইও ছিলেন না। একইসঙ্গে তিনি এই ওয়েবসাইটের সহপ্রতিষ্ঠাতাও ছিলেন। কিন্তু অবশেষে তিনি ট‍্যুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন। একটি বিবৃতির মাধ্যমে তিনি বলেন, “এখনই সময় সরে দাঁড়ানোর। আমিও প্রস্তুত সে জন্য।”

জানা যাচ্ছে ডরসির পদত্যাগের পর ‘সিইও’ পদে বসতে চলেছেন টুইটারের বর্তমান চিফ টেকনিক্যাল অফিসার বম্বে আইআইটি-র প্রাক্তণী পরাগ আগারওয়াল।

২০০৬ সালে টুইটার প্রতিষ্ঠার পর থেকে টুইটার এবং পেমেন্ট ফার্ম স্কয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে চলেছেন। অন‍্যদিকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী নেওয়া নতুন সিইও আগারওয়াল ২০১১ সালে টুইটারে যোগদান করেন। ২০১৭ সালে তিনি সিটিওর দায়িত্বশীল নিযুক্ত হন।

(সিইও)-এর দায়িত্বে এলেন পরাগ আগরওয়াল। ইস্তফার ঘোষণা দিয়েই তিনি টুইটারের কর্মীদের উদ্দেশ‍্যে বলেন, “জানি না, কেউ জানেন কি না, তবে আমি টুইটার থেকে ইস্তফা দিয়েছি। প্রায় ১৬ বছর ধরে আমাদের সংস্থার সহ-প্রতিষ্ঠাতা থেকে সিইও, কখনও চেয়ারম্যান থেকে এগজিকিউটিভ চেয়ারম্যান, কখনও আবার ইন্টেরিম সিইও… । অবশেষে সিদ্ধান্ত নিলাম যে আমার সরে যাওয়ার সময় এসেছে।”
৪৫ বছরের ডরসির এই ইস্তফায় স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়েছে এর কারণ নিয়ে।