৪৪ বিলিয়ন ডলারের চুক্তি বাতিলের জন্য ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে টুইটার

টিডিএন বাংলা ডেস্ক: মঙ্গলবার সোশ্যাল মিডিয়া কোম্পানি টুইটার ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি বাতিলের জন্য ইলন মাস্কের বিরুদ্ধে একটি মামলা করেছে। শনিবার, ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারের টুইটার চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেন। ইলন মাস্ক বলেন, সোশ্যাল মিডিয়া সংস্থাটি জাল এবং স্প্যাম অ্যাকাউন্টগুলির বিষয়ে তথ্য প্রকাশ করেনি। মামলার পর টুইটারের নাম না করে একটি টুইট করেছেন মাস্ক। ওই টুইটে তিনি লিখেছেন, ‘বিড়ম্বনা দেখুন’।
চুক্তি বাতিল করার পর মাস্ক একটি টুইট করেন। এতে তিনি চারটি ছবি দেন এবং চুক্তিটিকে নিয়ে ঠাট্টা করেন। ওই ছবিগুলির মাধ্যমে তিনি বলেন, “ওরা বলেছিল, আমি টুইটার কিনতে পারছি না। তখন তারা বট অ্যাকাউন্টের তথ্য দেয়নি। এখন তারা আমাকে টুইটার কিনতে বাধ্য করছে আদালতে। এখন তাদের আদালতে বট অ্যাকাউন্টের তথ্য দিতে হবে।”

এর জবাবে টুইটার কর্মীরা ইলন মাস্ককে নিয়ে মজা করে বলেছেন, তাঁর অ্যাসপারজার রোগ রয়েছে।
টুইটারের তরফে বলা হয়েছে,”মাস্ককে আর কোনো লঙ্ঘন থেকে বিরত রাখতে এবং এই চুক্তিটি সম্পূর্ণ করতে বলার জন্য আমরা এই পদক্ষেপ নিচ্ছি।” মামলায় অভিযোগ করা হয়েছে যে মাস্ক এই একীভূতকরণ চুক্তির বেশ কয়েকটি শর্তও লঙ্ঘন করেছেন এবং এই পুরো বিষয়টি টুইটারের ব্যবসা এবং ভাবমূর্তির ক্ষতি করছে।