HighlightNewsদেশ

বদাউঁ গণধর্ষণ মামলায় গ্রেপ্তার দুই অভিযুক্ত, মুখ্য অভিযুক্ত এখনো অধরা; জানালেন এডিজি প্রশান্ত কুমার

টিডিএন বাংলা ডেস্ক: বছর শুরু হতে না হতেই ফের উত্তরপ্রদেশে ভয়াবহ গণধর্ষণের ঘটনা। রবিবার উত্তরপ্রদেশের বদাউঁ জেলায় এক ৫০ বছরের বৃদ্ধাকে নির্মমভাবে গণধর্ষণ করে দুষ্কৃতীরা। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মহিলার যৌনাঙ্গে রড দিয়ে আঘাত করার পাশাপাশি তাঁর শরীরের বেশ কয়েকটি হাড় ভেঙে দেয় দুষ্কৃতীরা। ওই প্রৌঢ়া স্থানীয় একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বলে জানা গেছে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও বাড়ি না ফেরায় থানায় অভিযোগ করে পরিবার। এরপর মধ্যরাতের রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় খুঁজে পাওয়া যায় তাঁকে। তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি ওই বৃদ্ধাকে।

এই ঘটনায় ধর্ষণ ও খুনের মামলা দায়ের করে পরিবার। পরিবারের অভিযোগ, থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ শুধুমাত্র সোমবার দুপুরে ঘটনাস্থল পরির্দশন ছাড়া আর কিছুই করেনি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে পীড়িতার পরিবার। এরপর বুধবার সকালে দুজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

এদিন একটি সাংবাদিক সম্মেলন করে উত্তরপ্রদেশের এডিজি প্রশান্ত কুমার জানিয়েছেন, পীড়িতার স্বামীর অভিযোগের ভিত্তিতে আমরা তিন জনের মধ্যে দুজন অপরাধীকে গ্রেফতার করেছি। তবে মূল অভিযুক্ত এখনো পর্যন্ত অধরা বলেই জানিয়েছেন এডিজি। পাশাপাশি এই মামলায় তদন্তকারী ইন্সপেক্টরকে গাফিলতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

Related Articles

Back to top button
error: