HighlightNewsদেশ

বিজেপির দুই মন্ত্রী, পাঁচ বিধায়ক আনুষ্টানিক ভাবে যোগ দিলেন সপাতে

টিডিএন বাংলা ডেস্ক : ১০ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে প্রথম দফার বিধানসভা নির্বাচন। এরই মধ্যে বিজেপি ত্যাগ করেছেন দুই মন্ত্রি-সহ মোট ১০ জন বিজেপি বিধায়ক। এর মধ্যে কয়েকজন আগেই জানিয়ে দিয়েছিলেন সমাজবাদী পার্টিতে যোগদানের কথা। এরা প্রত্যেকেই অনগ্রসর ও দলিত শ্রেণির মানুষের প্রতি বিজেপির বঞ্চনার অভিযোগ তুলেছেন। এবার ২ জন মন্ত্রী ও বিধায়কদের একটা বড় অংশ অখিলেশের জনসভা থেকে আনুষ্টানিক ভাবে যোগ দিলেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে। এরা হলেন- স্বামীপ্রসাদ মৌর্য, ধর্ম সিং সাইনি, রোশনলাল বর্মা, ব্রিজেশ প্রজাপতি, মুকেশ বর্মা, বিনয় শাক্য ও ভগবতী সাগর।

সমাজবাদী পার্টিতে যোগ দেওয়া প্রসঙ্গে স্বামীপ্রসাদ মৌর্য বলেন, ‘বিজেপি-র পরাজয়ের শঙ্ঘধ্বনি দেওয়া হল আজ। বিজেপি দেশ ও উত্তরপ্রদেশের মানুষকে বেপথে চালিত করেছে। মানুষকে হেনস্থা করেছে, তাদের চোখে ধুলো দিয়েছে। এ বার এই দলকে সরাতেই হবে। উত্তরপ্রদেশকে বাঁচাতে হবে।’

Related Articles

Back to top button
error: