উদ্বোধনের পরদিনই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত‍্যু ২ বন্ধুর, মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

টিডিএন বাংলা ডেস্ক: সবে গতকাল শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে উদ্বোধন করা হল দেশের স্বপ্নের প্রোজেক্ট পদ্মা সেতুত। কিন্তু ২৪ ঘন্টা যেতে না যেতেই ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় রক্তাক্ত হল সেই সেতু। এই দুর্ঘটনায় মৃত‍্যু হয়েছে ২ বন্ধুর। উদ্বোধনের পরদিনই এই দুর্ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়ে প্রতিবেশী ওই দেশটিতে। অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা এড়াতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। গতকাল রোববার রাতে সেতু বিভাগ থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে তথ্য অধিদপ্তরের এক প্রেস নোটে জানানো হয়েছে।

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় মোটরসাইকেলে চেপে যাওয়ার সময় মোবাইলে ভিডিও তুলছিলেন সেই দুই বন্ধু। তখনই হঠাৎই দুর্ঘটনার কবলে পড়েন তারা। পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় পদ্মা সেতুর ২৭ এবং ২৮ নম্বর পিলারের মধ্যে দুর্ঘটনা হয়। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার রাত ১০ টা ৩০ মিনিট নাগাদ তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। ময়নাতদন্তের জন্য তাদের দেহ মর্গে পাঠানো হয়েছে। উদ্বোধনের ২৪ ঘণ্টার মধ্যে সেতুতে বাইক দুর্ঘটনা বড়সড় প্রশ্ন তুলে দিল বলে মনে করা হচ্ছে।