টিডিএন বাংলা ডেস্ক: শনিবার মহারাষ্ট্রের জলগাঁও জেলায় দুটি গ্রুপের মধ্যে আবার হিংসাত্মক সংঘর্ষ শুরু হয়। একে অপরকে লক্ষ্য করে চলে পাথর ছোঁড়া। যার পরে পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করে। জলগাঁও এসপি এম রাজকুমার বলেন, জলগাঁওয়ের আতরওয়াল গ্রামে কিছু অজানা লোক একটি মূর্তি ভেঙে দেয়। যার পরে, এখানে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, এর আগে, ৩০ মার্চ, জলগাঁওয়েই, একটি মসজিদের বাইরে উচ্চস্বরে গান বাজানো নিয়ে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে দুটি এফআইআর নথিভুক্ত করা হয় এবং বর্তমানে পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।