HighlightNewsরাজ্য

তৃণমূল সাংসদ সৌগতের বাড়ির সামনে সিন্ডিকেট নিয়ে দুই গোষ্ঠীর তুমুল সংঘর্ষ, চলল গুলি, আহত ২ জন

টিডিএন বাংলা ডেস্ক : আবারও শহর কলকাতায় সিন্ডিকেট দৌরাত্ম্য। আবারও গুলি চলল শহর কলকাতায়। খোদ তৃণমূল সাংসদ সৌগত রায়ের বাড়ির সামনেই সিন্ডিকেটের ভাগ-বাটোয়ারা নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূলের দু’টি গোষ্ঠী। বচসা থেকে মারামারি এমন পর্যায়ে পৌঁছয় যে বাড়ির বাইরে বেরিয়ে এসে নিজেই পুলিশ ডাকেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ। দু’পক্ষের সংঘর্ষের মধ্যেই হঠাৎ চলল গুলি। গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সে। বাঁশদ্রোণীর ব্রহ্মপুর এলাকা। গত কয়েক বছর ধরেই ব্রহ্মপুরের বিভিন্ন এলাকায় জমি বিক্রি ও আবাসন তৈরি কাজ চলছে জোরকদমে। আর এই কারবারে যুক্ত স্থানীয় যুব সম্প্রদায়ের একটি অংশ। এলাকায় রমরমিয়ে চলছে সিন্ডিকেটের ব্যবসা।

মঙ্গলবার দুপুরে হঠাত্‍ই সিন্ডিকেটের দু’টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে জড়ায় উত্তম মণ্ডল ও বাচ্চা নামে দুই ব্যক্তির গোষ্ঠী। এই এলাকায় উত্তম ও বাচ্চা সিন্ডিকেট ব্যবসা চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বখরার টাকার ভাগের কম-বেশি নিয়েই ঝামেলার সূত্রপাত। তর্কাতর্কি থেকে হঠাত্‍ই সংঘর্ষ শুরু হয়ে যায়। আচমকা গুলি চলে। গুলিবিদ্ধ হন মলয় দত্ত ও বিশ্বনাথ সিংহ। সাংসদের বাড়ির সামনেই ঘটে যায় রক্তারক্তি কাণ্ড। চিত্‍কার, চেঁচামেচী শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন সৌগতবাবু। মারামারি চলছে দেখে নিজেই লেক থানায় ফোন করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ঘটনায় যথেষ্টই ক্ষুব্ধ এবং বিরক্ত সাংসদ সৌগত রায়। সংবাদমাধ্যমের সামনে সিন্ডিকেট নিয়ে গন্ডগোলের কথা স্বীকারও করে নিয়েছেন তিনি। তিনি যে পাড়ার বাসিন্দা, সেখানে কোনওদিন এমন ঘটনা ঘটতে দেখেননি বলেও আক্ষেপ করেন বর্ষীয়ান সাংসদ।

Related Articles

Back to top button
error: