জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে গ্রামবাসীদের হতে ধরা পড়ল দুই লস্কর জঙ্গি, উদ্ধার একে-৪৭ এবং গ্রেনেড

টিডিএন বাংলা ডেস্ক: রবিবার জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় গ্রামবাসীদের হতে ধরা পড়ল দুই লস্কর-ই-তৈয়বা (এলইটি) জঙ্গি। ওই দুই একটি ঘরের মধ্যে বন্দী করে রাখে স্থানীয় গ্রামবাসীরা। এরপর ওই দুই জঙ্গিকে পুলিশের হতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন মোস্ট ওয়ান্টেড কমান্ডারও রয়েছে। ধৃত জঙ্গিদের মধ্যে রয়েছে রাজৌরি জেলার বাসিন্দা লস্কর কমান্ডার তালিব হুসেন এবং পুলওয়ামা জেলার ফয়জল আহমেদ দার। এই দুজনকেই তুকসান গ্রামের স্থানীয় বাসিন্দারা আটক করে।
জম্মু ও কাশ্মীর পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে দুটি একে রাইফেল, সাতটি গ্রেনেড এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ডিজিপি দিলবাগ সিং গ্রামবাসীদের সাহসিকতার জন্য ২ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও সাহসী গ্রামবাসীদের জন্য ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।