HighlightNewsদেশ

১০ জন মিলে গণধর্ষণ দুই বোনকে, মূল অভিযুক্ত বিজেপি নেতার ছেলে ও তার বন্ধুরা

টিডিএন বাংলা ডেস্ক: ভাইয়ের হাতে রাখি পরিয়ে সেখান থেকে বাড়ি ফিরছিল দুই বোন। সঙ্গে ছিল এক বোনের হবু বর। সেই ফেরার পথে রাস্তার মধ্যেই তাদের পথ আটকে দুই বোনকে গণধর্ষণ করল বিজেপি নেতার ছেলে এবং আরও ৯ জন।

ঘটনাটি ঘটেছে ছত্তীসগড়ের রায়পুরে। জানা গেছে, দুই বোন এবং তাদের একজনের প্রেমিক রাখি-বন্ধনের অনুষ্ঠান থেকে ফিরছিল। সেই সময়ে প্রাথমিকভাবে তাদের পথ আটকে দাঁড়ায় তিন যুবক। দুই বোনের সঙ্গে থাকা তরুণকে বেধড়ক মারধর করে তিনজনের কাছ থেকেই টাকা-পয়সা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। এরপর চারটি বাইকে চেপে আরও সাত জন দুষ্কৃতী হাজির হয় সেখানে। দুই বোনকে বাইকে তুলে বড় রাস্তা থেকে কিছুটা দূরে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে দশজন।

নিগৃহীতা দুই বোনের সঙ্গে থাকা যুবককে বেধড়ক মারধর করা হয়। পরে তিনজনকে সেখানেই ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। অভিযোগ পেয়েই এই ঘটনায় একটি মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যেই ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে স্থানীয় এক বিজেপি নেতার ছেলেও রয়েছে বলে খবর।

ওই বিজেপি নেতা হলেন লক্ষীনারায়ণ সিং। তাঁর ছেলে পুনম এই গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত। পুনম সহ তার দলের বাকিদের নামে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। এমনকী, গ্রেফতারও করা হয়েছিল পুনমকে। অগস্ট মাসেই জেল থেকে মুক্তি পেয়েছে সে। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সূত্র – দ্য ওয়াল

Related Articles

Back to top button
error: