টিডিএন বাংলা ডেস্ক : UPSC- র সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম ২০০ জনের মধ্যে দু’জন স্থান পেলেন বাংলা থেকে। তারা সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়েছেন। ৮৭ নম্বরে আছেন শিলিগুড়ির রিকি আগরওয়াল। ১৫৯ নম্বরে আছেন বেলঘড়িয়ার ময়ূরী মুখোপাধ্যায়। প্রথম হয়েছেন বিহারের শুভম কুমার। দ্বিতীয় স্থানে রয়েছেন জাগৃতি অবস্থি ও তৃতীয় স্থানে অঙ্কিতা জৈন।২০১১-তে ক্ষমতায় এসে রাজ্য থেকে আরও বেশি সংখ্যক আমলা তৈরিতে জোর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরি করেন সিভিল সার্ভিস স্টাডি সেন্টার। ২০১৯ সালে ১২ জন সিভিল সার্ভিস পরীক্ষায় যোগ্যতামান অর্জন করেছিল। এবার প্রথম ২০০- তে নাম এল দুজনের। সব মিলিয়ে এবার ৭৬১ জন পরীক্ষার্থী সফল হয়েছেন। ময়ূরী বেলঘড়িয়া মহাকালী গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন। ২০১৩ সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বোটানিতে স্নাতক হন। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এর ফার্স্ট ক্লাস ফার্স্ট হন তিনি। এরপর তিনি যাদবপুরের সিএসআইআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে তার পিএইচডি থিসিস জমা করেন। অন্যদিকে রিকে আইআইটি খড়গপুর থেকে ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং-এ বিটেক করেছেন। তিনি বর্তমানে ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্টস সার্ভিসে কর্মরত। এই দুজন ছাড়াও সফল এর তালিকায় বাঙালি হিসেবে বেশ কয়েকজন আছেন। তারা হলেন ইন্দ্রাশিস দত্ত, রজত কুমার পাল, গৌরব গোস্বামী, মিঠুন বিশ্বাস, রতন জানা, অভিষেক গোস্বামী, রুক্মিণী বন্দ্যোপাধ্যায়। ইউপিএসসি পরীক্ষার শীর্ষ স্থান পেয়েছেন শুভম কুমার। সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৭৬১ জন। এরমধ্যে ৫৪৫ জন পুরুষ এবং ২১৬ জন মহিলা।