টিডিএন বাংলা ডেস্ক : বিজেপির রাজ্য পদাধিকারীদের নতুন কমিটি থেকে বাদ পড়েছেন সায়ন্তন বসু। নতুন কমিটি থেকে শুধু বাদ পড়ায় নয়, সান্তনা পুরস্কার হিসেবে তুলনায় কম গুরুত্বপূর্ণ কোনও পদ দেওয়া হয়নি তাঁকে। এই খবর পেয়ে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান ক্ষুব্ধ সায়ন্তন। সূত্রের খবর, তারপরই বুধবার রাতেই সল্টলেকে সায়ন্তনের বাড়িতে দেখা করতে যান উত্তর ২৪ পরগনা জেলায় দুই তৃণমূল নেতা। দীর্ঘক্ষন তাদের মধ্যে বৈঠক হয়। যদিও এই বৈঠক নিয়ে মুখ খুলতে চাননি সায়ন্তন। কিন্তু এই সাক্ষাৎ পর্বের পরই, নানা জল্পনা ভেসে বেড়াচ্ছে।
দিলীপ ঘোষের ডানহাত বলে পরিচিত ছিলেন রাজ্য বিজেপির সদ্য প্রাক্তন সাধারণ সম্পাদক সায়ন্তন। বছর ছয়েক আগে আরএসএস থেকে এসে বিজেপির পিচে ব্যাট করতে নেমেছিলেন দিলীপ। সেই পিচ তৈরিতে বড় ভূমিকা ছিল সায়ন্তনের। এহেন সায়ন্তনকে কোণঠাসা শুধু তাই নয়। দিলিপের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত জয়প্রকাশ মজুমদার, রাজ কমল পাঠক এবং বিশ্বপ্রিয় রায়চৌধুরীকেও পুরোপুরি ছেঁটে ফেলা হয়েছে রাজ্য বিজেপির পদাধিকারীদের তালিকা থেকে।
বঙ্গ বিজেপি থেকে দিলীপকে কোণঠাসা করার কারণ কী? বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারই কি এর নেপথ্যে? এমনটা মনে করছেন না দিলীপপন্থী নেতারা। দলের অন্দরে অভিযোগের তীর পার্টির সাধারণ সম্পাদক (সাংগঠনিক) অমিতাভ চক্রবর্তীর দিকে। রাজ্য বিজেপির এক প্রাক্তন পদাধিকারীর কথায়, শুভেন্দু অধিকারীর পরামর্শে কমিটি তৈরি করেছেন অমিতাভ।