টিডিএন বাংলা ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে শুক্রবার থেকেই শুরু হয় শক্তিশালী টাইফুন ঝড়। এই ঝড়ের কবলে পড়ে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ২০৮ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। তবে এখন পর্যন্ত ৫২ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত পক্ষে ২৩৯ জন। ফিলিপাইনে এখনও পর্যন্ত এটিই বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন। সরকারি ভাবে বিধ্বস্ত দ্বীপগুলোতে পানি ও খাদ্য পৌঁছানোর সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।
খবরে প্রকাশ সেখানে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিতে বাতাস বইছে। টাইফুনের ফলে ফিলিপাইনের সমুদ্র সৈকত এলাকার প্রায় ৩ লাখের বেশী মানুষ নিজেদের বাসস্থান ছেড়ে অন্যত্র নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। টাইফুনের ফলে অনেক স্থানের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যার কারণে অনেক এলাকার ক্ষয়ক্ষতির তথ্য এখনও জানা যায়নি। সেই তথ্য জানা গেলে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।