টিডিএন বাংলা ডেস্ক: টাইফুনের তান্ডবে বিপর্যস্ত ভিয়েতনামের জনজীবন। পাশাপাশি ফিলিপিন্সে টাইফুনের জেরে এখনও পর্যন্ত ৫৩ জনের মৃত্যু হয়েছে।
ফিলিপিন্স প্রশাসনকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম জানিয়েছে, গত বুধবার থেকে দেশটির প্রধান দ্বীপ লুজন ও তার উত্তর দিকে কায়াগান ও ইসাবেলা প্রদেশে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নেমেছে ভূমিধসও। আর তাতেই মৃত্যু হয়েছে ৫৩ জনের। নিখোঁজ আরো প্রায় ২৫ জন। এদিকে ঘটনার পরেই ব্যপক তৎপরতার সাথে উদ্ধারকাজ চালাচ্ছে দেশটির প্রশাসন।