দিল্লিতে নিষিদ্ধ হল উবার-ওলা এবং র‍্যাপিডো বাইক পরিষেবা

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লিতে উবার, ওলা এবং র‌্যাপিডো বাইক পরিষেবা নিষিদ্ধ করা হয়েছে। দিল্লি পরিবহন দফতর এই রাইড শেয়ারিং সংস্থাগুলিকে অবিলম্বে বাইক পরিষেবা বন্ধ করতে বলেছে। এর জন্য দিল্লি সরকার একটি নোটিশ জারি করেছে।


দিল্লির কেজরিওয়াল সরকারের বক্তব্য, বাইক পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি পরিবহণ দফতরের নিয়ম মানেনি। এরপরই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, নির্দেশিকা অনুযায়ী, কোম্পানিগুলো যদি সরকারের এই নির্দেশ না মানে, তাহলে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।