করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে এবার নাগপুরের পরে পুণেতেও পূর্ণ লকডাউনের পথে হাঁটতে পারে উদ্ধব ঠাকরে প্রশাসন

Image courtesy: Udhhav Thackeray Facebook page

টিডিএন বাংলা ডেস্ক: নাগপুরের পর এবার পুণেতে ও পূর্ণ লকডাউনের পথে হাঁটতে পারে উদ্ধব ঠাকরে প্রশাসন। ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউয়ের জোয়ারে বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে সোমবার থেকে নাগপুরে সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটছে প্রশাসন। পাশাপাশি পুণেতেও করোনা সংক্রমনের ক্রমবর্ধমান হার লক্ষ্য করে আপাতত নাইট কার্ফু কার্যকর করা হয়েছে। তবে তাতেও যদি সংক্রমণের হার নিয়ন্ত্রণের মধ্যে না আসে তাহলে নাগপুরের মত পুণেতেও সম্পূর্ণ লকডাউন এর পথে হাঁটতে পারে মহারাষ্ট্র সরকার।

আপাতত পুণেতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে কার্ফু। ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল-কলেজ। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে হোটেল ও পানশালা। শপিং মল রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখা হবে। সন্ধ্যাবেলায় বন্ধ রাখা হবে সমস্ত বাগান ও পার্ক। পুণের করোনা পরিস্থিতি নিয়ে শহরের সাংসদ, বিধায়ক ও মেয়রের সঙ্গে বিশেষ আলোচনায় বসেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার।

মহারাষ্ট্রের নাগপুরে এবং পুণে ছাড়াও অন্যান্য বেশ কয়েকটি শহরেও দেখা যাচ্ছে করোনার ক্রমবর্ধমান হার। এর জেরে ইতিমধ্যেই আকোলা শহরে শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুসারে বৃহস্পতিবার চলতি বছরে করোনা সংক্রমনের সর্বোচ্চ পরিসংখ্যান পাওয়া গেছে মহারাষ্ট্র থেকে। দৈনিক সংক্রমণের হার ১৪ হাজারের কাছাকাছি। রাজ্যের সক্রিয় রোগীর সংখ্যা এক লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেছে।