HighlightNewsআন্তর্জাতিক

‘ইউক্রেন মাথা নোয়াবে না, আত্মরক্ষা করবে এবং জয়ী হবে’ : ইউক্রেনের বিদেশ মন্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক : অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছে রাশিয়ার সেনা বাহিনী। রাশিয়ার হামলায় এরই মধ্যে ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থা। এমতাবস্থায় ইউক্রেনের জনগণ ও সেনা বাহিনীকে আশ্বস্ত করতে ইউক্রেনের বিদেশ মন্ত্রী দিমিত্রো কুলেবা টুইটারে লেখেন, ‘পুতিনের সেনা ইউক্রেনে পুরোদস্তুর আগ্রাসন শুরু করে দিয়েছে। শান্তিপূর্ণ ইউক্রেনের নানা শহরে একের পর এক আঘাত নেমে আসছে। চলছে ক্ষেপণাস্ত্র হামলা। তবে ইউক্রেন মাথা নোয়াবে না। আত্মরক্ষা করবে এবং জয়ী হবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। এখন রাশিয়ার উপর দ্রুত ও ধ্বংসাত্মক নিষেধাজ্ঞা চাপাতে হবে। রাশিয়াকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন যে কোনও উপায়ে, সমস্ত ফর্ম্যাটে। ইউক্রেনের জন্য অস্ত্র, সরঞ্জাম, আর্থিক ও মানবিক সহায়তা দিন। ইউরোপ ও বিশ্বের ভবিষ্যত্‍ ঝুঁকির মুখে।’

ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রীও জানিয়েছেন, কিভের বিমানবন্দরের বাইরে ইউক্রেনের যুদ্ধ বিমানগুলির উপর একে একে রকেট হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরোধ ক্ষমতাকে গুঁড়িয়ে দিতেই পুতিনের বাহিনী এই হামলা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

রাষ্ট্রসংঘে নিয়োজিত ইউক্রেনের প্রতিনিধি বলেন, ‘রাশিয়ান প্রেসিডেন্ট অন রেকর্ড যুদ্ধ ঘোষণা করেছেন…এই যুদ্ধ থামানোর দায়িত্ব এই সংস্থার। আমি সবাইকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাই।

Related Articles

Back to top button
error: