HighlightNewsরাজ্য

উলুবেড়িয়া বিচারাধীন বন্দির মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন! পুলিশি মারেই মৃত্যু অভিযোগ পরিবারের

টিডিএন বাংলা ডেস্ক: উলুবেড়িয়া উপ সংশোধনাগারে বিচারাধীন এক বন্দির হঠাৎ মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে যে, লকাপে পুলিশের মারধর-অত্যাচারের কারণেই মৃত্যু হয়েছে শ্রীকান্তের। তবে পুলিশের তরফে সেই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়েন শ্রীকান্ত রায়। এরপরই তাকে দ্রুত উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশি হেফাজতে বন্দির মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে চাপানউতোর।

ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার উলুবেড়িয়াতে। উলুবেড়িয়ার বাউড়িয়া বুড়িখালির বাসিন্দা শ্রীকান্ত রায়কে এলাকায় সাম্প্রতিক সময়ে হওয়া সাম্প্রদায়ীক হিংসায় জড়িত থাকার অভিযোগে শনিবার দুপুর নাগাদ আটক করে স্থানীয় থানার পুলিশ। রবিবার তাঁকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। যদিও তার পরিবারের দাবি, শ্রীকান্ত রায় সম্পূর্ণ নির্দোষ। সে ওই অশান্তি পাকানোর কাজে কোনো ভাবেই জড়িত ছিল না। যদিও পুলিশের দাবি, সিসিটিভির ফুটেজ দেখেই তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু মঙ্গলবার তার মৃত্যুর খবর আশে পরিবারের কাছে। যা কিছুতেই মেনে নিতে পারছে না তার পরিবার। এই ঘটনায় তদন্তের দাবিতে বুধবার পরিবারের পক্ষ থেকে হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিসে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর ম্যাজিষ্টেটের তত্ত্বাবধানে মৃতদেহের ময়নাতদন্ত করা হবে।

Related Articles

Back to top button
error: