HighlightNewsদেশ

জামিনের অপেক্ষায় এখনও দিন গুনছেন উমর গৌতম

টিডিএন বাংলা ডেস্ক : ধর্মান্তকরণ চালাচ্ছেন উমর গৌতম। তার বিরুদ্ধে অভিযোগ, এক হাজারেরও বেশি হিন্দুকে ধর্মান্তরিত করতে বাধ্য করেছেন। এই অভিযোগে প্রায় ৫ মাস আগে গ্রেফতার হয়েছেন উমর গৌতম। এখনও তিনি জেলবন্দি। কবে জামিন হবে? সেই আশাতে দিন গুনছেন উমর গৌতম ও তার পরিবার।

গত বছর ছিল তবলিগ জামাত। আর এই বছর নতুন ইস্যু উমর গৌতমের ধর্মান্তকরণের অভিযোগ। উমর গৌতম এদেশে ইসলাম ফোবিয়ার সর্বশেষ শিকার। ৫৭ বছর বয়সি উমর গৌতমকে দিল্লির জামিয়া নগর থেকে গ্রেফতার করে উত্তরপ্রদেশের অ্যান্টি টেরোরিজম স্কোয়ার্ড। ওইদিনই গ্রেফতার করা হয় ৫২ বছরের জাহাঙ্গীর আলমকে। ধর্মান্তকরণের পাশাপাশি তাদের বিরুদ্ধে অভিযোগ আইএসআই-এর মদতে এই কাজ চালিয়ে যাচ্ছেন তারা। পুলিশের দাবি গত ১৮ মাসে অন্তত এক হাজার মানুষকে তারা ধর্মান্তরিত করেছেন। তাদের মধ্যে বিশেষভাবে সক্ষম শিশুরাও রয়েছে। পাঁচ মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে তার গ্রেফতার হওয়া। কিন্তু এখনও তার জামিনের জন্য কেউ আবেদন করেনি। এরজেরে উদ্বিগ্ন উমর গৌতমের মেয়ে। তার মেয়ে ফাতিমা গৌতম এর অভিযোগ, কোনও মুসলিম সংগঠন তাদের সাহায্য করছে না। কেউ তাদের কথা চিন্তা করছে না। বড্ড অসহায় হয়ে পড়েছেন তারা। কোনও সংগঠন বা ব্যক্তি তাদের পক্ষে সাফাই দিচ্ছে না বলে অসন্তোষ প্রকাশ করেছেন গৌতম তনয়া।

পুলিশের দাবি, উমর গৌতমের আসল নাম শ্যাম প্রকাশ সিং গৌতম। বাবার নাম, ধনরাজ সিং গৌতম। ৬ সন্তানের মধ্যে তিনি চতুর্থ। তার দাদা উদয় প্রতাপ সিংয়ের দাবি, পরিবারের সঙ্গে উমর গৌতমের কোনও যোগাযোগ নেই। বাবা তাকে ত্যাজ্যপুত্র করেছেন। এমনকি ধর্মান্তরিত হওয়ার কথা জেনে বাবা কোনও ছেলের সঙ্গে দেখা করেননি। উমর তার স্ত্রী রাজেশ কুমারীকে ধর্মান্তরিত করে রাজিয়া নাম দিয়েছেন। অভিযোগ তিনি তার জীবনের কথা বলে প্রান্তিক শ্রেণীর মানুষকে ধর্মান্তরিত করে উৎসাহ দিতেন।

Related Articles

Back to top button
error: