টিডিএন বাংলা ডেস্ক: দিল্লি দাঙ্গার মূল ষড়যন্ত্রকারী হওয়ার অভিযোগে ইউএপিএ আইনের আওতায় দিল্লি পুলিশের স্পেশাল সেলের গ্রেফতারির পর থেকে এখনো পর্যন্ত তিহার জেলে রয়েছেন জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদ। আজ সকালে তাঁর কারাবন্দি অবস্থার ১০০ পূর্তির কথা উল্লেখ করে টুইট করেছেন উমর খালিদের বাবা তথা ওয়েলফেয়ার পার্টির সর্বভারতীয় সভাপতি এস কিউ আর ইলিয়াস।
উমর খালিদের বিরুদ্ধে মিথ্যে ও সাজানো মামলা করা হয়েছে বলে দাবি করে ওই টুইটে এস কিউ আর ইলিয়াস লিখেছেন,”উমর খালিদ মিথ্যা ও সাজানো অভিযোগে তিহার জেলে ১০০ দিন কাটিয়ে ফেলেছেন। আমি তাঁর সমস্ত ভক্ত, বন্ধু এবং সমর্থকরা তাঁর উদ্দেশ্যে যে অসাধারণ সমর্থন ও সংহতি দেখিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাই।”
Umar Khalid has completed 100 days of incarceration in Tihar jail under false and fabricated charges. I thank all his fans, friends and supporters for the remarkable support and solidarity they have shown with him.#ReleaseUmarKhalid#Releaseallpoliticalprisoners pic.twitter.com/pYQdUPLGvZ
— Ilyas SQR (@Dr_SQRIlyas) December 23, 2020
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হওয়া দিল্লি দাঙ্গার ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হওয়ার অভিযোগে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদকে ১৩ সেপ্টেম্বর রাত প্রায় ১১:৩০ নাগাদ তার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপর ৩ ডিসেম্বর দিল্লির কর্কর্দুমা আদালত উমর খালিদের বিচারিক হেফাজতে থাকার মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়ে দেয়। এ প্রসঙ্গে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিনেশ কুমার বলেন, খালিদের বিচার হেফাজতের মেয়াদ বাড়ানোর পেছনে যথেষ্ট ভিত্তি রয়েছে। তিনি আরো বলেন, যেহেতু উমর খালিদের আইনজীবী এখনো পর্যন্ত কোন জামিনের আবেদন জমা দেননি তাই, বিচারক হেফাজতের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে উমর খালিদের আবেদনের শুনানির কোনো সুযোগ নেই।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরো বলেন, এ বিষয়ে সন্দেহ নেই যে কোন অভিযুক্তের হেফাজতের মেয়াদ যান্ত্রিকভাবে বাড়ানো উচিত নয়। তবে যখনই অভিযুক্তের হেফাজতের মেয়াদ বাড়ানো হবে তখনই তার আইনজীবীকে ওই সিদ্ধান্তের বিরোধিতা করার সুযোগ দেওয়ার অবকাশ নেই।
উল্লেখ্য, ২২ নভেম্বর সহিংসতার বৃহত্তর ষড়যন্ত্র সম্পর্কিত একটি পৃথক মামলায় কঠোর বেআইনী কর্মকাণ্ড (প্রতিরোধ) আইনে গ্রেপ্তার উমর খালিদএবং ছাত্র কর্মী শারজিল ইমাম ও ফয়জান খানের বিরুদ্ধে ২০০ পাতার দীর্ঘ চার্জশিট জমা করে দিল্লি পুলিশ। ওই চার্জশিটে অভিযোগ করা হয়েছে, উমর খালিদ দূর থেকে দিল্লির দাঙ্গাকে নিয়ন্ত্রণ করেছিলেন। যে দাঙ্গায় ৫৩ জন মানুষের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিল্লি সফরের সময় সহিংসতামূলক পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগ করা হয়েছে উমর খালিদের বিরুদ্ধে।