HighlightNewsআন্তর্জাতিক

মানবাধিকার কর্মী গ্রেফতার ও কাশ্মীর পরিস্থিতিতে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ! পাল্টা জবাব ভারতের

টিডিএন বাংলা ডেস্ক : কাশ্মীরের মানবাধিকার কর্মী খুররাম পারভেজকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। কাশ্মীরে ক্রমাগত রক্ত ঝরছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠনগুলো। এই উদ্বেগকে ভিত্তিহীন বলে দাবি করল
ভারত।

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠনের মুখপাত্র রুপার্ট কোলভিল কাশ্মীর নিয়ে একটি উদ্বেগ বার্তা প্রকাশ করেন। ইউএপিএ ধারায় গ্রেফতার করা হয় পারভেজকে। এই প্রসঙ্গে কোলভিলের বক্তব্য, এক সপ্তাহের বেশি সময় ধরে পারভেজ জেলবন্দি। কিন্তু কী কারণে তাকে আটকে রাখা হয়েছে তা স্পষ্ট নয়। কাশ্মীরে যারা নিখোঁজ তাদের জন্য বহুদিন ধরে লড়াই করছেন পারভেজ। সেই কারণে তাকে প্রশাসনের রোষের মুখে পড়তে হয়েছে। রুপার্টের আরও বক্তব্য, ইউএপিএ আইনের নামে কাশ্মীর এবং দেশের অন্যান্য অংশের মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের দিনের পর দিন আটক করে রাখা হয়। সেখানে সংখ্যালঘু এবং সাধারণ নাগরিকদের অবলীলায় হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন রুপার্ট।

জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, দেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে। সীমান্তপারের সন্ত্রাস এবং সেই সন্ত্রাস ভারতীয়দের ওপর তা কী প্রভাব ফেলছে, তা নিয়ে কোনও ধারণা নেই রাষ্ট্রপুঞ্জের। ঘোষিত জঙ্গিগোষ্ঠীকে সশস্ত্র বাহিনী বলে উল্লেখ, রাষ্ট্রপুঞ্জের পক্ষপাতিত্বকে স্পষ্ট করে। ভারত প্রত্যেকটি নাগরিকের মানবাধিকার রক্ষায় সচেষ্ট। সার্বভৌমত্ব এবং নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সংসদে ইউএপিএ আইন তৈরি হয়। পারভেজকে গ্রেফতার সেই আইন মোতাবেক করা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠনের কাছে অনুরোধ, তারা মানবাধিকারের ওপর সন্ত্রাসের নেতিবাচক প্রভাব নিয়ে ধারণা স্পষ্ট করুন।

Related Articles

Back to top button
error: