মায়ানমারে একাধিক গণহত্যার নিন্দায় রাষ্ট্রসংঘ

টিডিএন বাংলা ডেস্ক : মায়ানমারে সরকার ও সামরিক বাহিনীর বিরুদ্ধে সংখ্যালঘু বিশেষত রাখাইন প্রদেশে মুসলিমদের গণহত্যার খবর বহুবার সামনে এসেছে। এবার ‘সেভ দ্য চিলড্রেন’ এর গাড়িসহ কয়েকটি গাড়িতে হামলা চালিয়ে সেগুলি পুড়িয়ে দেওয়া ও ৩৫ জন বেসামরিক লোককে হত্যার অভিযোগ উঠলো। এই ঘটনায় ‘আতঙ্কিত’ রাষ্ট্রসংঘ। জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি-জেনারেল মার্টিন গ্রিফিথস এই হামলার নিন্দা জানিয়েছেন।

এ প্রসঙ্গে জাতিসংঘের একজন কর্মকর্তা বলেন, “মিয়ানমারে সম্ভবত দুইজন সাহায্য কর্মীসহ কমপক্ষে ৩৫ জন বেসামরিক লোককে হত্যা করে তাদের মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছে।” এই খবরে তিনি আতঙ্কিত হয়েছেন এবং সরকারের কাছে একটি পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত শুরু করার জন্য দাবি জানিয়েছেন। তিনি আরও বলেন, “পূর্বাঞ্চলে কায়া রাজ্যে এই ঘটনায় কয়েকটি গাড়িসহ ‘সেভ দ্য চিলড্রেন’-এর গাড়িতে হামলা চালিয়ে সেটিকে পুড়িয়ে দেওয়ার পর সাহায্য সংস্থার দুই কর্মী নিখোঁজ রয়েছেন।”

অন্যদিকে জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি-জেনারেল মার্টিন গ্রিফিথস একটি বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেন, “আমি এই মর্মান্তিক ঘটনা এবং সারা দেশে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সব ধরণের হামলার নিন্দা জানাই, যা আন্তর্জাতিক মানবিক আইনে নিষিদ্ধ।”