HighlightNewsআন্তর্জাতিক

পবিত্র ধর্মীয়স্থান আল-আকসা মসজিদের অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ জাতিসঙ্ঘের মহাসচিবের, সব পক্ষের কাছে শান্তি প্রতিষ্টার আহ্বান

টিডিএন বাংলা ডেস্ক : জেরুসালেমের পবিত্রস্থানগুলোতে স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসঙ্ঘের মহাসচিব শনিবার এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র এরি কানেকো বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে জেরুসালেমের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ সময় তিনি ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল ও জেরুসালেমের পবিত্রস্থানগুলোর (আল-আকসা মসজিদ ও অন্যান্য পবিত্রস্থান) বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি (ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যকার) উত্তেজনা কমানোর আহ্বান জানান।

এরি কানেকো আরো বলেন, আলোচনার সময় মাহমুদ আব্বাস ও আন্তোনিও গুতেরেস মূলত জাতিসঙ্ঘের প্রস্তাব অনুসারে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর জোর দেন। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান অনুসারে ইসরাইল ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে মূলত আগের বিভিন্ন চুক্তি ও আন্তর্জাতিক আইন অনুসারে। আল-আকসা মসজিদে হামলা এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গ্রেফতার অভিযানের কারণে এপ্রিল মাসে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বাড়ে। এ সময় ইসরাইলি নিরাপত্তা বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে অসংখ্য সঙ্ঘাতে সৃষ্টি হয়। সূত্র : ইয়েনি শাফাক, নয়া দিগন্ত

Related Articles

Back to top button
error: