“মোদী সরকারের আমলের সরকারিভাবে ভারতীয় অর্থনীতিতে প্রথমবার মন্দা”; টুইট করে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক: দেশের জিডিপির হার ক্রমশ সংকুচিত হয়ে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে ৭.৫ শতাংশে এসে দাঁড়িয়েছে। শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জিডিপির এই নতুন হার জানানো হয়। এই নিয়ে পরপর দুটি ত্রৈমাসিকে জিডিপির হার সংকুচিত হয়েছে। অর্থনীতিবিদদের মতে কোন দেশে পরপর দুটি ত্রৈমাসিকে জিডিপির হার সংকোচনের অর্থ সেই দেশে টেকনিক্যালি রিসেশন বা আপাত ক্ষেত্রে মন্দা চলছে বলা যায়। অর্থনীতিবিদদের এই মন্তব্য অনুযায়ী ভারত প্রথমবারের জন্য অর্থনৈতিক মন্দার শিকার হয়েছে। জিডিপির এই সংকোচন নিয়ে সরকারি তথ্য প্রকাশের পরেই কেন্দ্রের মোদি সরকারকে কটাক্ষ করে টুইট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

দেশের অর্থনৈতিক মন্দার এই পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে রাহুল গান্ধী লিখেছেন,”মোদি সরকারের আমলে এই প্রথমবার ভারতের অর্থনীতি মন্দার কবলে পড়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয়, ৩ কোটি মানুষ এখনও মনরেগা-র অধীনে কাজ খুঁজছেন। অর্থনীতিতে ডিকট্যাটসের দ্বারা বৃদ্ধির আদেশ দেওয়া যায় না। প্রধানমন্ত্রীকে প্রথমে এই প্রাথমিক ধারণাটি বুঝতে হবে।”