দেশ
কৃষক আন্দোলনের চাপে সুর নরম কেন্দ্রের? ৩ ডিসেম্বর আলোচনায় বসার আহবান
টিডিএন বাংলা ডেস্ক: কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনের কাছে কি নথিস্বীকার বিজেপি সরকারের? অন্তত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। নয়া কৃষি আইনের বিরুদ্ধে রাস্তায় নামা নয়াদিল্লিমুখী পাঞ্জাব, হরিয়ানার কৃষকদের আন্দোলনে ইতি টানার আবেদন করে আলোচনায় বসার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার। এক বার্তায় তিনি বলেন, সরকার সবসময়ই কৃষকদের সঙ্গে তাঁদের সমস্যাগুলি নিয়ে কথা বলতে তৈরি। আমরা ৩ ডিসেম্বর কৃষক সংগঠনগুলিকে আরেক দফা বৈঠকের আমন্ত্রণ পাঠিয়েছি।