HighlightNewsদেশ

রাষ্ট্রদ্রোহ আইনে সুপ্রিম স্থগিতাদেশে অখুশি কেন্দ্রীয় আইনমন্ত্রী, আদালতকে স্মরণ করালেন “লক্ষণরেখা”

টিডিএন বাংলা ডেস্ক: রাষ্ট্রদ্রোহ আইন স্থগিত রাখার সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে অখুশি কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। এদিন সুপ্রিম কোর্টের এই রায় প্রসঙ্গে এবং কেন্দ্রকে ওই আইন নিয়ে পুনর্বিবেচনা করার যে আহ্বান জানিয়েছে শীর্ষ আদালত, সেপ্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিযুকে প্রশ্ন করা হলে তিনি সংবাদমাধ্যমকে জানান,”কোর্টের আইনকে সম্মান করছি আমি। কিন্তু একটি লক্ষণ রেখা রয়েছে যেটা সকলের মেনে চলা উচিত।” যদিও এই রায় সঠিক না বেঠিক সে প্রসঙ্গ একপ্রকার সাবধানে এড়িয়ে গেছেন আইনমন্ত্রী।
বুধবার সর্বোচ্চ আদালতের রায় নিয়ে আইনমন্ত্রী কিরেন রিজিযুকে প্রশ্ন করা হলে তিনি বলেন,”আমাদের অবস্থান পরিষ্কারভাবে সুপ্রিমকোর্টে জানিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছাতেই রাষ্ট্রদ্রোহ আইন পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের স্বাধীনতাকেও আমরা সম্মান করি। তবে, মনে রাখা দরকার, সবকিছুরই একটি লক্ষণ রেখা আছে। সেই সীমা লংঘন করা উচিত নয়। সংবিধানের পাশাপাশি যে আইনগুলি রয়েছে সেগুলিকেও সম্মান করতে হবে।”


ভারতে ঔপনিবেশিক সময় থেকে চলে আসা রাষ্ট্রদ্রোহ আইন শেষ পর্যন্ত ১৬২ বছর পর সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত স্থগিত থাকছে। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী আরো বলেন,”আমরা একে অপরকে সম্মান করি, আদালতের উচিত সরকার এবং লোকসভাকে সম্মান করা। সেই সঙ্গে সরকারেরও উচিত আদালতকে সম্মান করা। আমাদের কাজের স্পষ্ট সীমানা আছে এবং কোনো পক্ষেরই লক্ষণ রেখা অতিক্রম করা উচিত নয়।”
এদিকে, রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বুধবার তাঁর অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করে লেখেন,”সত্যি কথা বলা দেশভক্তি, দেশদ্রোহিতা নয়। সত্য কথা শোনাটাই রাজ ধর্ম। সত্যি কথাকে আটকে রাখা হলো ঔদ্ধত্য। ভয় পেয়ো না।”

রাহুল গান্ধীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করে পাল্টা কিরেন রিজিযু লিখেছেন,”রাহুল গান্ধীর ফাঁকা কথা। যদি এমন একটি দল থাকে যেটি স্বাধীনতা, গণতন্ত্র এবং প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধার বিরোধী হয় তাহলে সেটা হল ভারতীয় জাতীয় কংগ্রেস। এই দলটি সর্বদা ব্রেকিং ইন্ডিয়া বাহিনীর সাথে দাঁড়িয়েছে এবং ভারতকে ভাগ করার কোন সুযোগ ছেড়ে দেয়নি।”

প্রসঙ্গত, বুধবার একটি ঐতিহাসিক নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে ভারতীয় দন্ডবিধির ১২৪ এ ধারার অধীনে ১৫২ বছরের পুরনো রাষ্ট্রদ্রোহ আইন কার্যকরভাবে স্থগিত রাখা উচিত যতক্ষণ না কেন্দ্রীয় সরকার এই বিষয়গুলো বিবেচনা করছে। একটি অন্তর্বর্তী আদেশে আদালত কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে পুর্নবিবেচনার অধীনে থাকাকালীন উল্লিখিত বিধানের অধীনে কোনো এফআইআর নিবন্ধন করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

https://bangla.tdnworld.com/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2022-04-22-at-7.58.16-PM-1.jpg

Related Articles

Back to top button
error: