দিল্লির জাহাঙ্গিরপুরীতে অশান্তি চলছেই, মমতার নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে তৃণমূলের বিশেষ প্রতিনিধিদল

টিডিএন বাংলা ডেস্ক : হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে সাম্প্রদায়ীক সংঘর্ষের ঘটনায় এখনও অশান্ত দিল্লির জাহাঙ্গিরপুর। এমতাবস্থায় সেখানকার প্রকৃত অবস্থা সরেজমিনে ক্ষতিয়ে দেখতে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে দিল্লির জাহাঙ্গিরপুরীতে আসছেন তৃণমূলের বিশেষ প্রতিনিধিদল। ইতিপূর্বে তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলে ছিল জাহাঙ্গিরপুরীতে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। পশ্চিমবঙ্গে এখন যে কোনও ঘটনা ঘটলেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রকৃত অবস্থা সরেজমিনে ক্ষতিয়ে দেখার নামে তৃণমূলকে চাপে রাখতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠাচ্ছে। তারই পাল্টা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির জাহাঙ্গিরপুরীতে পাঠাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। আর সেই দলে থাকছেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার, জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল, আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ও বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়, বালুরঘাটের প্রাক্তন তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ এর মত নেতাদের পাশাপাশি সুখেন্দু শেখর রায়, ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্রের মত দলের ঊর্ধতন নেতৃত্বও। সন্দেহ নেই এতে কিছুটা হলেও চাপে পড়বে কেন্দ্রের শাসক দল। যদিও দিল্লি পুলিশ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাঁদের আদৌ মূল ঘটনাস্থলে যেতে দেবে কিনা তা নিয়ে সন্দেহ থাকছে।

উল্লেখ্য, গত শনিবার দিল্লির জাহাঙ্গিরপুরীতে হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে সাম্প্রদায়ীক সংঘর্ষের ঘটনা নিয়ে এই অশান্তির সুত্রপাত। অভিযোগ উঠেছে হিন্দুদের যে শোভাযাত্রা বেড়িয়েছিল। সেই শোভাযাত্রায় পাথর ছোঁড়ে কয়েকজন দুষ্কৃতী। গুলি চালানোরও চেষ্টা হয় বলে অভিযোগ। এরপর দুই গোষ্ঠীর সংঘর্ষে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। আহত হন বেশ কয়েকজন পুলিসকর্মী সহ সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। সাম্প্রতিক সময়ের বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মত এই রাজ্যটিতেও অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দেওয়ার নামে তাদের ঘরবাড়ি-দোকান বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয়েছে। এমনকি সুপ্রিমকোর্টের রায়ের পরেও চলতে থাকে এই মধ্যযুগীয় বুলডোজার বিচার। যা নিয়ে ক্ষুদ্ধ জাহাঙ্গিরপুরবাসী। প্রশাসনের এই সিদ্ধান্তকে সাম্প্রদায়ীক আখ্যায়ীত করে এর বিরুদ্ধে তারা প্রতিবাদে সরব হয়েছেন। জাহাঙ্গিরপুরীতে ঘটে যাওয়া একের পর এর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। তাছাড়া যেভাবে বুল্ডোজার নিয়ে পুরসভার পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে তারও তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে বাঙালি সংখ্যাঘুদের উপরে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছে টিএমসি। বেআইনি উচ্ছেদের নাম করে গরিব-খেটে খাওয়া মানুষের মাথার ছাদ কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। গরিব মানুষের জীবন এবং জীবিকায় আঘাত হানার চেষ্টা করা হচ্ছে। এই নিয়ে নিন্দায় সরব হয়েছে টিএমসি।