Highlightদেশ

অস্বাভাবিক মৃত্যু মোহন্ত নরেন্দ্র গিরি মহারাজের, চাঞ্চল্য

টিডিএন বাংলা ডেস্ক : প্রয়াগরাজ থেকে উদ্ধার অখিল ভারতীয় আখড়া পরিষদ প্রধান মোহন্ত নরেন্দ্র গিরি মহারাজের মৃতদেহ। এদিন দুপুরে নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। পুলিশের প্রাথমিক অনুমান, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন নরেন্দ্র গিরি মহারাজ। তাঁর ঘর থেকে পুলিশ উদ্ধার করেছেন একটি ৭ পাতার সুইসাইড নোট। তবে ঠিক কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পরিষ্কার নয়।

পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল থেকেই ৫২ বছর বয়সি নরেন্দ্র গিরি মহারাজ নিজের ঘর থেকে বের হননি। ঘর বন্ধ ছিল। এরপর বেলা বাড়লেও, তাঁর কোনও সাড়া মেলেনি।শুরু হয় ডাকাডাকি। কিন্তু তাতেও মহারাজ কোনও সাড়াশব্দ না দেওয়ায় প্রয়াগরাজ পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ। দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। তখনই নরেন্দ্র গিরি মহারাজকে তাঁরা ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘর থেকে একটি সাত পাতার সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গলায় নাইলন দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি।

মহারাজের এমন আকস্মিক প্রয়াণে বিস্মিত তাঁর ভক্তকুলেরা। এপ্রিলে কুম্ভমেলা চলাকালীন হরিদ্বারে মোহন্তর সঙ্গে দেখা করেন অখিলেশ যাদব। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব শোকপ্রকাশ করেছেন। নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

Related Articles

Back to top button
error: