দিল্লিতে বেআইনি মন্দির ভাঙ্গার নোটিশ কেন্দ্রের, তীব্র বিরোধিতা জানালো আপ

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: রাজস্থানের আলোয়ারে বিজেপি চালিত পৌরসভার দখল বিরোধী অভিযান চলাকালীন মন্দির ভেঙে ফেলা নিয়ে শুরু হওয়া বিতর্কের অবসান হওয়ার আগেই দিল্লিতে বেআইনি মন্দির ভেঙে ফেলার নোটিশ জারি করল কেন্দ্র। কিছুদিন আগেই দিল্লির জাহাঙ্গীরপুরিতে বিজেপি পরিচালিত উত্তর দিল্লি পুরনিগমের দখল বিরোধী অভিযান চলাকালীন বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় একাধিক বাড়ি এবং দোকান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দক্ষিণ দিল্লির একটি মন্দির ভাঙ্গার নোটিশ দিল কেন্দ্র। দক্ষিণ দিল্লির শ্রীনিবাসপুরির ওই মন্দিরটি সরকারি জায়গায় অবৈধভাবে তৈরি হয়েছে বলে দাবি কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের। এই নোটিশের তীব্র বিরোধিতা জানিয়েছে দিল্লির শাসক দল আম আদমি পার্টি।

কেন্দ্রের জারি করা ওই নোটিশে বলা হয়েছে, দিল্লির শ্রীনিবাসপুরি এলাকাটিকে পুনর্বিন্যাস করছে কেন্দ্র। ওই এলাকার নীলকন্ঠ মহাদেব মন্দিরটি পুনর্বিন্যাসের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক। গত শনিবারই কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক মন্দির কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়ে জানিয়েছে, অবৈধ অংশটি খালি করে দিতে হবে, নাহলে মন্ত্রকের তরফে তা খালি করে ভেঙে দেওয়া হবে। এপ্রসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশের কথাও উল্লেখ করেছে কেন্দ্র। ওই নোটিশে শীর্ষ আদালতের একটি রায়কে উল্লেখ করে বলা হয়েছে, কোনো ধর্মস্থান যদি অবৈধ জায়গায় তৈরি হয়, তাহলে ওই মন্দিরের বিগ্রহ রাখার জায়গা বাদে বাকি সবটাই ভেঙে দেওয়া যায়।

কেন্দ্রের এই নোটিশের তীব্র বিরোধিতা জানিয়ে দিল্লির শাসক দল আম আদমি পার্টির পাল্টা অভিযোগ, দিল্লিতে তোলাবাজির রাজনীতি করছে বিজেপি। এতদিন বাড়ি-দোকান ভাঙার হুমকি দিয়ে টাকা তুলত, এবার মন্দিরও ভাঙার হুমকি দিয়ে টাকা তোলা হচ্ছে। আম আদমি পার্টির নেত্রী অতসী নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করে কেন্দ্রের এই নোটিশের তীব্র বিরোধিতা করেছেন। স্থানীয় বাসিন্দারাও এই নোটিশের বিরুদ্ধে সরব হয়ে জানিয়েছেন, মন্দির ভাঙতে এলে তারা মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন।