টিডিএন বাংলা ডেস্ক : উচ্চ মাধ্যমিকের পরীক্ষাসূচি নিয়ে সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছেনা। কিছু দিন আগেই কেন্দ্রের জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষা ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা একই সময়ে পরার কারণে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাসূচিতে ইতিমধ্যেই এক বার পরিবর্তন করা হয়েছে। কিন্তু সেই পরিবর্তীত পরীক্ষার সূচিতেও আবারও পরিবর্তিন করা হতে পারে বলে ব্যাপক বিভ্রান্তি ও জল্পনা দেখা দিয়েছে। কারণ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়েই আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্টিত হতে চলেছে।
প্রথমে ২ এপ্রিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে ২০ এপ্রিল পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। পরবর্তীতে জয়েন্ট এন্ট্রান্সের জন্য পরীক্ষাসূচিতে পরিবর্তন আনার ফলে ৪টি পরীক্ষার সূচী পরিবর্তন করা হয়। এর ফলে ২০ এপ্রিলের পরিবর্তে ২৬ এপ্রিল পরীক্ষা শেষ হবে বলে নতুন সূচী প্রকাশ করা হয়। পরীক্ষা শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এরই মধ্যে আবার কোনও পরিবর্তন আসলে তা পরীক্ষার্তীদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে। এই দোলাচলে ছাত্রছাত্রীদের পরীক্ষা-প্রস্তুতি ব্যাহত হচ্ছে বলেও শিক্ষা শিবিরের একাংশ অনুযোগ করেছেন।
এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ”এই ব্যাপারে সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।”
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষক-নেতা নবকুমার কর্মকার একটি সংবাদ মাধ্যমকে বলেন, ”স্কুলে ভোট পরিচালনার জন্য কর্মীদের আগের দিনেই পৌঁছে যেতে হয়। তাই পরীক্ষাসূচি বদলানো প্রয়োজন।” অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেসের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, ”সবে উচ্চ মাধ্যমিকের সংশোধিত দ্বিতীয় রুটিন প্রকাশিত হয়েছে। আবার ভোট ঘিরে এই জটজটিলতার ফলে চরম বিভ্রান্তি চলছে। নির্বাচন কমিশনকে এ ব্যাপারে ভাবতে অনুরোধ করছি।”