HighlightNewsরাজ্য

মুর্শিদাবাদে ২০১৯ সালে একটি পরিবারকে খুনের অপরাধে ফাঁসির সাজা উৎপল বেহারার

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: ২০১৯ সালে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এ দশমীর দিনে স্কুল শিক্ষক বন্ধু প্রকাশ পাল ও তার পরিবারকে খুনের মামলায় অভিযুক্ত উৎপল বেহারাকে দোষি সাব্যস্ত করে ফাঁসির সাজা দিলেন বহরমপুরের দ্রুত নিস্পত্তি আদালতের বিচারক। মৃতের পরিবার বারবার সর্বোচ্চ কঠোর সাজার দাবি জানিয়ে আসছিলেন। বৃহষ্পতিবার অভিযুক্তের ফাঁসির সাজা হওয়ায় খুশি পরিবার। সরকারি পক্ষের আইনজীবী জানিয়েছেন, এটা রেয়ার অফ দা রেয়ার কেস হিসাবে আমি প্রমান করার চেষ্টা করেছি। আদালত সেটাই মেনে নিয়ে সর্বোচ্চ সাজা দিয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৮ অক্টোবর বিজয়া দশমীর দিন জিয়াগঞ্জের বাড়িতে খুন হন স্কুল শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, তাঁর অন্ত:সত্ত্বা স্ত্রী বিউটি পাল এবং তাদের আট বছরের সন্তান। ঘটনায় সাগরদিঘির  বাসিন্দা উৎপল বেহারাকে মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়। গ্রেফতার করা হয় তাকে কদিন আগেই অভিযুক্ত উৎপল বেহারাকে দোষী সাব্যস্ত করা হয়। অবশেষে আজ বৃহস্পতিবার জিয়াগঞ্জে শিক্ষক দম্পতি খুনে অভিযুক্ত উৎপল বেহারাকে ফাঁসির সাজা দেওয়া হলো। যদিও সাজা ঘোষনার পরেও নিজেকে নির্দোষ বলে দাবি করে উৎপল বেহারা।

Related Articles

Back to top button
error: