Midnapore: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, পশ্চিম মেদিনীপুরে ১২টি এলাকায় ‘মাইক্রো কন্টেইনমেন্ট জোন’

টিডিএন বাংলা ডেস্ক: পুজোর পর ক্রমশ রাজ্যে ঊর্ধ্বমুখী হচ্ছে করোনা সংক্রমণের হার। পশ্চিম মেদিনীপুর জেলাতেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ছে দ্রুত হারে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খড়্গপুর ও মেদিনীপুর শহরের অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক। পরিস্থিতি সামাল দিতে এবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন মেদিনীপুর শহরের ৩টি ও খড়্গপুর শহরের ৯টি এলাকা নিয়ে মোট এই দুই শহরের ১২টি এলাকাকে ‘মাইক্রো কন্টেইনমেন্ট জোন’ হিসাবে ঘোষণা করল। মঙ্গলবার রাতেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে প্রতিটি মাইক্রো কন্টেইনমেন্ট জোনেই সমস্ত বেসরকারি অফিস, কলকারখানা, দোকান-বাজার, গণপরিবহন, প্রশিক্ষণ শিবির বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছে। ছাড় দেওয়া হয়েছে কেবল জরুরি পরিষেবায়। সরকারি অফিস খোলা থাকলেও ৫০ শতাংশ কর্মী হাজিরার কথা বলা হয়েছে। আপাতত বুধবার অর্থাৎ ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত, এক সপ্তাহ টানা এই বিধি লাগু থাকবে। তারপর পরিস্থিতি অনুযায়ী ছাড় দেওয়া হবে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। জেলা স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলায় মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৬১ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৩ জন। এর মধ্যে ১৪৫ জন রয়েছেন হোম আইসোলেশনে। ১৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থতার হার ভালো এবং মৃত্যুর হার অনেকটাই কম বলে জেলা স্বাস্থ্য আধিকারিকদের দাবি। উল্লেখ্য, কেবল পশ্চিম মেদিনীপুর জেলা নয়, বর্তমানে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা সহ যে সমস্ত জেলায় করোনা সংক্রমণের হার বেশি, সেই সমস্ত জেলাতেই সংক্রমিত এলাকাগুলিকে চিহ্নিত করে ‘মাইক্রো কন্টেইনমেন্ট জোন’ ঘোষণা করা হয়েছে।