আন্তর্জাতিক

রাষ্ট্রসংঘের ইউটার্ন! বিবৃতিতে নেই তালিবানের নাম, স্তম্ভিত বিশ্বদুনিয়া

টিডিএন বাংলা ডেস্ক : রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বিবৃতি থেকে বাদ তালিবান। এই ঘটনায় বিস্মিত আন্তর্জাতিক মহল। ২৭ তারিখ সন্ত্রাস নিয়ে বিবৃতি দেয় রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ।সেই বিবৃতিতেই উধাও তালিবানের নাম।প্রশ্ন উঠছে, কূটনৈতিক কারণেই কি তালিবানের নাম বিবৃতি থেকে বাদ দেওয়া হয়েছে।

ওই বিবৃতিতে হামিদ কারজাই বিমানবন্দরে হামলার নিন্দা করা হয়। বলা হয়েছে ‘গত ২৬ আগস্ট কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে হওয়া হামলা অত্যন্ত নিন্দনীয়। আফগানিস্তানের জমি থেকে সন্ত্রাস ছড়ানোর কাজে কাউকে যেন কোনও ব্যক্তি বা আফগান সংগঠন মদত না দেয়।” তাৎপর্যপূর্ণ ভাবে, তালিবান ও ইসলামিক স্টেট-সহ অন্য জঙ্গিগোষ্ঠীগুলির সম্পর্কের কথা বারবার উঠে এলেও নিরাপত্তা পরিষদের বিবৃতিতে তালিবানের নাম উল্লেখ করা নেই।

নিরাপত্তা পরিষদের ইউটার্ন নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদ্দিন। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “কুটনীতিতে দুই সপ্তাহ অনেক লম্বা সময়। ‘টি’ শব্দটি আর নেই। আগস্টের ১৬ ও ২৭ তারিখ নিরাপত্তা পরিষদের বিবৃতি দুটি মিলিয়ে দেখুন।”

Related Articles

Back to top button
error: