অগ্নিপথের বিরোধিতায় উত্তাল দেশ, জ্বলছে উত্তরপ্রদেশ-বিহার, প্রকল্পে সংশোধনের পরেও

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের নয়া প্রকল্প অগ্নিপথের বিরোধিতায় দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ তীব্র হয়েছে। লাগাতার তিনদিন ধরে এই বিক্ষোভ চলছে। জ্বলছে উত্তরপ্রদেশ। জৌনপুরে দুটি রোডওয়েজ বাস এবং বেশ কয়েকটি বাইক পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা। অন্যদিকে, বিহারে চলেছে গুলি। রাজস্থানেও আজ বিপুল সংখ্যক যুবকরা বিক্ষোভ করছে। সরকারের তরফ থেকে অগ্নিপথ প্রকল্পে সংশোধনী আনার পরও পরিস্থিতির উন্নতি হয়নি।
উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং আসাম রাইফেলে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ দুই বাহিনীতে নিয়োগের জন্য অগ্নিবীরদের বয়সের ঊর্ধ্বসীমায় ৩ বছর ছাড় দেওয়া হয়েছে। অগ্নিবীরের প্রথম ব্যাচের জন্য বয়সের ঊর্ধ্বসীমা থেকে ৫ বছর ছাড় দেওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও জানিয়েছেন, অগ্নিবীরদের অবসরের পরে সস্তায় ঋণ দেওয়া হবে এবং সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। এই যুবকদের আজীবন অগ্নিবীর বলা হবে। প্রশিক্ষণের মান নিয়ে কোনো আপোস করা হবে না।

এদিকে, অগ্নিপথ প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। পিটিশনটি অগ্নিপথ প্রকল্পের পর্যালোচনা করার জন্য একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন এবং অগ্নিপথের বিরোধিতায় হওয়া সহিংসতার একটি এসআইটি তদন্তের দাবি করেছে।
অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশ জুড়ে চলতে থাকা বিরোধিতার মধ্যে, কংগ্রেসের তরফেও বিক্ষোভ প্রদর্শন করার ঘোষণা করা হয়েছে। আজ দিল্লির যন্তর মন্তরে কংগ্রেস নেতারা প্রতিবাদ জানাবেন। এই প্রতিবাদ মঞ্চে উপস্থিত থাকবেন দলের সমস্ত বড় নেতারা।
এদিকে, শুক্রবার অগ্নিপথের বিরুদ্ধে প্রতিবাদে নিহত ব্যক্তির আত্মীয়দের ২৫ লাখ টাকা সহায়তা করার কথা ঘোষণা করেছেন চন্দ্রশেখর রাও। জানা গিয়েছে, অগ্নিপথের বিরুদ্ধে ধর্নায় যুক্ত হন যুবক। বিক্ষোভ চলাকালীন রেলওয়ে পুলিশের গুলিতে নিহত হন ওই যুবক।