HighlightNewsদেশ

নারী নির্যাতনে লজ্জাজনকভাবে এগিয়ে উত্তরপ্রদেশ

টিডিএন বাংলা ডেস্ক : মহিলাদের ওপর হিংসার মত ঘটনায় সবার উপরে রয়েছে উত্তরপ্রদেশ। বিজেপিশাসিত রাজ্য মহিলাদের জন্য আদৌ নিরাপদ নয়। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে জাতীয় মহিলা কমিশন।

খুনের ঘটনায় শীর্ষে ছিল উত্তরপ্রদেশ। এবার নারী নির্যাতনেও এক নম্বরে যোগীরাজ্য। ২০২১ সালে সারা দেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা সাত বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। অভিযোগ জমা পড়েছিল ৩০ হাজার ৮৬৪টি। এরমধ্যে ১৫ হাজার ৮২৮টি অভিযোগ উঠে এসেছে উত্তরপ্রদেশ থেকে। মহিলা কমিশনের রিপোর্ট অনুযায়ী, ২০১৪ সালের পর এটাই এক বছরের নারী নির্যাতনের সর্বাধিক খতিয়ান। এক বছরে অভিযোগ বেড়েছে ৩০%। এরমধ্যে সবচেয়ে বেশি ১১ হাজার ১৩টি অভিযোগ মহিলাদের মানসিক নির্যাতন সংক্রান্ত। দ্বিতীয় স্থানে রয়েছে গার্হস্থ্য হিংসা। শ্লীলতাহানীর অভিযোগ জমা পড়েছে ১,৮১৯টি। ধর্ষণ ও তার চেষ্টার অভিযোগ জমা পড়েছে ১,৬৭৫টি। গত বছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে ৩ হাজার ১০০টির বেশি অভিযোগ জমা পড়েছে।

নারী নির্যাতনের দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। সেই রাজ্যে ৩ হাজার ৩৩৬টি অভিযোগ জমা পড়েছে। তালিকায় পরবর্তী স্থানে রয়েছে মহারাষ্ট্র, হরিয়ানা ও বিহার।

Related Articles

Back to top button
error: