উত্তরপ্রদেশ দাঙ্গামুক্ত! রিপোর্টকার্ড পেশ যোগীর
টিডিএন বাংলা ডেস্ক : দীর্ঘ সময় ধরে দাঙ্গা হয়নি উত্তরপ্রদেশে। সমাজকল্যাণ প্রকল্পের সুবিধা যোগ্যতম ব্যক্তিরা পেয়েছেন। বাণিজ্যবান্ধব হিসেবে দেশে দ্বিতীয় রাজ্য হিসেবে উঠে এসেছে ইউপি। ২০১৭ সালে সঙ্কল্পপত্রে উল্লেখিত সব প্রতিশ্রুতি পালন করেছে যোগী আদিত্যনাথ সরকার। সবমিলিয়ে গত সাড়ে ৪ বছরে আমূল বদলে গিয়েছে উত্তরপ্রদেশ। তাঁর সরকারের সাড়ে ৪ বছরের রিপোর্ট কার্ড পেশ করে জোর গলায় এই দাবি করলেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। এক সময় দাঙ্গা হলেও, এখন তা থেকে মুক্ত রাজ্য।
তিনি ঠিক কী দাবি করেন? মুখ্যমন্ত্রীর দাবি, উত্তরপ্রদেশের মতো রাজ্যে সাড়ে চারবছর ধরে সুশাসন বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। উত্তরপ্রদেশ সম্পর্কে গোটা দেশের ধারণাই পালটে গিয়েছে। এটা সেই উত্তরপ্রদেশ যেখানে একটা সময় দাঙ্গাটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু গত সাড়ে চার বছরে এখানে একটাও দাঙ্গা হয়নি।”
আইনশৃঙ্খলা এবং করোনা মোকাবিলায় সফল ইউপি সরকার। দাবি করা হয়েছে রিপোর্ট কার্ডে। প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে তোপ দেগে যোগী বলেছেন, ‘আমরা গরিবদের জন্য বাড়ি বানিয়েছি। নিজেদের জন্য নয়।”
তবে এরপরই প্রশ্ন উঠেছে এই দাবির আদৌও কোনও সারবত্তা আছে কীনা। মুজফফরপুর দাঙ্গার স্মৃতি তখনও টাটকা। বস্তুত যোগীর আমলে উত্তরপ্রদেশে বড় কোনও দাঙ্গার ঘটনা না ঘটলেও সংখ্যালঘুদের মধ্যে একটা অজানা ভীতি যে কাজ করছে, সেটা অস্বীকার করার কোনও জায়গা নেই বলেই মনে করেন স্থানীয়রা।