Newsদেশ

৬ ডিগ্রি হেলে পড়েছে উত্তরাখণ্ডের তুঙ্গনাথ মন্দির, ১০ ডিগ্রি হেলে গিয়েছে মূর্তি

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত তুঙ্গনাথ শিব মন্দিরের কাঠামো ধীরে ধীরে বেঁকে যাচ্ছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) অনুসারে, মন্দিরের কাঠামো ৬ ডিগ্রি এবং এর মূর্তিগুলির ১০ ডিগ্রি হেলে পড়েছে। ১২ হাজার ৮০০ ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দিরটি বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির।

মন্দিরের এই হেলে পড়া নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র সরকারকে রিপোর্ট দিয়েছে এএসআই। রিপোর্টে কেন্দ্র সরকারকে এই স্মৃতিসৌধ সুরক্ষিত ঘোষণা করার পরামর্শ দেওয়া হয়েছে। এই পরামর্শের পর তুঙ্গনাথ মন্দিরকে জাতীয় গুরুত্বের মর্যাদা দিয়ে সংরক্ষিত করার ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে, এই মন্দির হঠাৎ এভাবে হেলে কেন পড়ল, তা নিয়ে তদন্ত শুরু করেছে এএসআই।

এএসআই-এর সমীক্ষায়, তুঙ্গনাথ শিব মন্দিরের কাঠামোতে ৬ডিগ্রি হেলে যাওয়ার উল্লেখ পাওয়া গেছে এবং প্রাঙ্গণের ভিতরে নির্মিত ছোট কাঠামো এবং মূর্তিগুলিতে ১০ ডিগ্রির বাঁক দেখা গেছে। এএসআই কর্মকর্তারা বলেছেন, মন্দিরটি ভেঙেও পড়তে পারে। এএসআই সুপারিনটেনডেন্ট মনোজ কুমার সাক্সেনা জানিয়েছেন, আমরা মন্দিরের কাত হওয়ার কারণ জানার চেষ্টা করছি। এরপর সম্ভব হলে মন্দিরটি মেরামতের চেষ্টা করব।

এছাড়া, মন্দিরের ভিত্তিপ্রস্তর পরিবর্তনের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। মন্দিরের গভীরভাবে তদন্ত করে বিস্তারিত কর্মসূচী তৈরি করা হবে।

Related Articles

Back to top button
error: