করোনার প্রভাবে কমছে অন্যান্য রোগের টিকা: ভারতে ৩০ লক্ষ শিশু পায়নি বিভিন্ন জরুরি টিকা
টিডিএন বাংলা ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ ও ‘ইউনিসেফ’ একটি সমীক্ষা প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে করোনার প্রভাবে স্বাস্থ্যবিভাগের বেহাল দশা ফুটে উঠেছে গোটা পৃথিবী জুড়ে। করোনা রোগের চিকিৎসা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে গোটা পৃথিবী। কিন্তু ‘হু’ এর রিপোর্ট অনুযায়ী সারাবিশ্বে এর ফলে অবহেলিত হচ্ছে অন্যান্য রোগের টিকাদান। এ বছর ২ কোটিরও বেশি শিশু পায়নি বিভিন্ন রোগের জরুরি টিকা। অন্যদিকে ভারতের প্রায় ৩০লক্ষ শিশু পাইনি ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস, হাম প্রভৃতি রোগের টিকা। অপর একটি সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারতের হামের টিকা দান কমেছে ৮৬%, টিটেনাস, হুপিং কাশি, ডিপথেরিয়া প্রকৃতির টিকাদান কমেছে ৭৫%। ‘হু’ আশঙ্কা করছে এর ফলে ভারত তথা গোটা পৃথিবী জুড়ে শিশুদের মধ্যে দেখা দিবে বিভিন্ন রোগ। যেহেতু এখনি করোনার প্রভাব কমার কোনো সম্ভাবনা নেই তাই ভারতে এই সমস্ত টিকা দানের পরিমাণ আরো কমে যাওয়ার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সঙ্গে তারা ভারতসহ সমস্ত দেশকে সতর্ক করে দিয়ে বলেছে যে এমন অবহেলা ঝুঁকিতে ফেলবে ওই সমস্ত শিশুদের জীবন।