মার্চ থেকে শুরু হতে পারে বাচ্চাদের টিকাকরণ
টিডিএন বাংলা ডেস্ক : দেশে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ। মার্চ থেকে শুরু হতে পারে ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ। এমনটাই খবর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে।
কোভিড-১৯ ন্যাশনাল অ্যাডভাইসরি গ্রুপের চেয়ারম্যান চিকিৎসক ডা. এন কে অরোরা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার খুব দ্রুতই ১২-১৪ বছর বয়সিদের জন্য টিকাকরণ শুরু করবে। আগামী মাসের শেষেই এই ড্রাইভ শুরু হতে পারে। সূত্রের খবর ১৫-১৮ বছর বয়সিদের টিকাকরণ সম্পূর্ণ হলেই শিশুদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে।
ডা. এন কে অরোরা জানিয়েছেন, জানুয়ারির শেষেই এই বয়সকালের কিশোর-কিশোরীদের ৭ কোটি ৪০ লাখ শিশুকে ভ্যাকসিনের ডোজ দেওয়া সম্পন্ন হয়ে যাবে। এরপর ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার প্রক্রিয়া। ফলে কাজ খানিকটা এগোতেই এবার শিশুদের টিকারণে জোর দিতে চাইছে কেন্দ্রীয় সরকার।এবার ১২-১৪ বছর বয়সিদের টিকা দেওয়া হবে।