চীন, আমেরিকা, ব্রিটেন রাশিয়ায় টিকাকরন প্রক্রিয়া শুরু, ভারতের নম্বর কবে আসবে, মোদীজি?”; টুইট করে প্রশ্ন রাহুল গান্ধীর

,

টিডিএন বাংলা ডেস্ক: করোনা ভ্যাকসিন খুব শীঘ্রই দেশবাসীকে দেওয়া হবে এ সম্পর্কে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে করোনার টিকাকরণ প্রসঙ্গে ফের একবার মোদি সরকারকে আক্রমণ করে রাহুল গান্ধী টুইট করে বলেন, “দুনিয়ায় ২৩ লক্ষ্য মানুষ ইতিমধ্যেই করোনার টিকা পেয়ে গেছেন। চীন আমেরিকা ব্রিটেন রাশিয়ায় টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। ভারতের নম্বর কবে আসবে মোদীজী?”

নিজের এই টুইট এর সাথে রাহুল গান্ধী একটি গ্রাফ শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কোন কোন দেশে কতজন মানুষ করোনার টিকা পেয়ে গেছেন।