দেশ

শিশুদের জন্যও আসছে টিকা, বায়োলজিক্যাল-ই’র সঙ্গে চুক্তি কেন্দ্রের

টিডিএন বাংলা ডেস্ক : শিউরে করোনার তৃতীয় ঢেউ। যা নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সব থেকে বেশি আক্রান্ত হবে শিশুরা। এই আশঙ্কাবার্তার মধ্যেই সুখবর! শিশুদেরও টিকা দিতে তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় সরকার। পরবর্তী পর্যায়ের পরীক্ষার জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার অনুমোদন পেল বায়োলজিক্যাল-ই-র করোনা টিকা কর্বেভ্যাক্স। ২ থেকে ৩ পর্বের ট্রায়াল শুরু করতে পারবে সংস্থাটি। ৫ থেকে ১৮ বছরের ওপর হবে ট্রায়াল। কেন্দ্রের দাবি, ডিসেম্বরের মধ্যেই বাজারে আসবে এই টিকা।

করোনাকালে সুখবর! এবার শিশুদের জন্য। সৌজন্যে বায়োলজিক্যাল-ই-র করোনা টিকা কর্বেভ্যাক্স। হায়দরাবাদের ফার্মাসিউট্যাল কোম্পানি বায়োলজিক্যাল-ই এর সঙ্গে চুক্তি করেছে কেন্দ্র। বাজারে এই টিকা আনতে ইতিমধ্যেই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়ে গেছে। প্রাপ্ত বয়স্কদের উপর ইতিমধ্যেই এই টিকার ট্রায়ালে বেশ ভালো ফল দেখা গিয়েছে বলে জানানো হয় সংস্থার তরফে। এবার শিশুদের ওপরও ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের জন্য অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। সংস্থার দাবি এই টিকা করোনা ভাইরাসের বিরুদ্ধে ৯০ শতাংশ কাজ করতে সক্ষম।

হায়দরাবাদের এই সংস্থা দেশের পুরনো বেসরকারি বায়োলজি ফার্মগুলির মধ্যে একটি। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয় সংস্থাটি। বায়োলজিক্যাল ই একটি মহিলা পরিচালিত সংস্থা। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মহিমা দাতলা। বিশ্ববাজারে ভ্যাকসিন সরবরাহ করে এই সংস্থাই। করোনা রোধক এই টিকার ৩০ কোটি ডোজ কেনার জন্য ভারতীয় সংস্থা বায়োলজিকাল-ইয়ের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি চূড়ান্ত করে ফেলেছে কেন্দ্র। ডিসেম্বরের মধ্যে সেই টিকা প্রদান করবে হায়দরাবাদের সংস্থাটি।

Related Articles

Back to top button
error: