মথুরায় গরুর মাংস বহনের সন্দেহে ভ্যান চালককে মারধর, এফআইআর দায়ের

টিডিএন বাংলা ডেস্ক: ফের গুরুর মাংস নিয়ে যাওয়া হচ্ছে সন্দেহে নির্মম মারধরের শিকার বছর পঁয়ত্রিশের এক ভ্যানচালক। এই ঘটনায় দুটি এফআইআর দায়ের হয়েছে। সূত্রের খবর, যার মধ্যে একটিতে নাম রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের। ওই ভ্যানচালককে নির্মমভাবে মারার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, ওই ভ্যান চালকের নাম আমির। ভিডিওতে দেখা গিয়েছে শুধুমাত্র গরুর মাংস নিয়ে যাচ্ছে এই সন্দেহের বশে ওই ভ্যানচালককে বেল্ট দিয়ে এবং লাঠি দিয়ে নির্মমভাবে মারা হচ্ছে। এই ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি পদক্ষেপ নেয় মথুরা পুলিশ।
মথুরার অতিরিক্ত পুলিশ সুপার এমপি সিং সংবাদমধ্যমকে জানিয়েছেন, ওই ড্রাইভারের সাথে যুক্ত থাকার সন্দেহে আরো দুই ব্যক্তিকে আটক করে মারধর করা হয় মথুরার রাল গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমি