আন্দোলনরত কৃষকদের হয়ে বরুণ গান্ধির সওয়াল, ঘরেই অস্বস্তিতে বিজেপি

টিডিএন বাংলা ডেস্ক : কৃষক আন্দোলন ইস্যুতে এবার কেন্দ্রের বিরুদ্ধে সরব দলেরই সাংসদ। বরুণ গান্ধি রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে মুজফফরনগরে কৃষকদের ডাকা মহাপঞ্চায়েতের একটি ভিডিয়ো পোস্ট করেন। সেই ভিভিয়োতে তিনি লেখেন, ‘কয়েক লক্ষ কৃষক জড়ো হয়েছেন। ওরা আমাদেরই লোক। রক্ত-মাংসের মানুষ। সম্মানের সঙ্গে সরকার তাঁদের সঙ্গে আলোচনায় বসুক। কৃষকদের দুঃখ-দুর্দশা, যন্ত্রণা বুঝুক। ওরা কী চাইছে তা শোনা প্রয়োজন’। স্বাভাবিকভাবেই বরুণের এই বিবৃতিতে জোর অস্বস্তিতে বিজেপি।
বিতর্কিত ৩ কালা কৃষিআইন। যার বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চলছে সেই নভেম্বর থেকে। সরকার পক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে ঠিকই। কিন্তু কাজের কাজ হয়নি। এই ইস্যুতে বিরোধীরা এতোদিন সরকারকে সংসদের ভেতরে বাইরে চেপে ধরেছিল। এবার হয়ে গেল উলট-পুরান। কৃষকদের পক্ষেই এবার সওয়াল করলেন স্বয়ং দলেরই গুরুত্বপূর্ণ সাংসদ বরুণ গান্ধি। সরকারের একরোখা সিদ্ধান্ত, আইন প্রত্যাহার হবে না। সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সম্প্রতি অন্নদাতারা একাধিক কর্মসূচি নিয়েছে। রবিবার মুজফ্ফরনগরে কৃষকেরা মহাপঞ্চায়েতের ডাক দিয়েছে। সেখানকার একটি ভিডিয়ো পোস্ট করেন বরুণ গান্ধি। এই ইস্যুতে সরকারকে নরম হওয়ার আর্জি জানালেন, যা সরকারের কাছে বেশ অস্বস্তিকর।