টিডিএন বাংলা ডেস্ক: আজ দিল্লির ইডি দফতরে হাজিরা দিলেন অনুব্রতর বাড়ির রাঁধুনি ও লাভপুর কলেজের শিক্ষাকর্মী বিজয় রজক। বোলপুরে বিশাল বাড়ি রয়েছে শিক্ষাকর্মী বিজয় রজকের। সূত্রের খবর, সেই সম্পত্তির উৎস সংক্রান্ত তথ্য জানতে চায় ইডি। ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি নিয়ে বিজয় রজককে তলব করা হয়। কালই বিজয় রজককে ২০ মার্চের মধ্যে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠায় কেন্দ্রীয় সংস্থা।