‘শহরের পর গ্রামগুলিও ঈশ্বরের ভরসায়’, করোনা পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে তিব্র কটাক্ষ রাহুলের

টিডিএন বাংলা ডেস্ক : গোটা দেশের করোনা পরিস্থিতি নিয়ে এবার ফের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী। নিজের ট্যুইটার হ্যান্ডেলের মাধ্যমেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কটাক্ষ করেন রাহুল।

রাহুল গান্ধী বলেন, ‘শহরের পর এবার গ্রামগুলিও ঈশ্বরের ভরসায় রয়েছে।’ রাহুল গান্ধীর ওই টুইটার প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায় হু হু করে। কোভিড নিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন নেট জনতার একাংশ। বিশেষ করে মেডিকেল জার্নাল ল্যানসেটের রিপোর্ট প্রকাশ্যে আসার পর।