HighlightNewsরাজ্য

ঠাণ্ডার পথে ভিলেন নিম্নচাপ, আজ বৃষ্টির সম্ভাবনা

টিডিএন বাংলা ডেস্ক : শীতের আমেজ উধাও। নিম্নচাপের ভ্রুকুটি রাজ্যে। যার জেরে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কবে ঠাণ্ডা পড়বে? কালীপুজোর পর থেকে আশায় বুক বেধে ছিল শীতবিলাসীরা। তাপমাত্রার পারদ নাম ছিল হু হু করে। ভোরের দিকে আর সন্ধ্যের পর শীতের আমেজ উপভোগ করছিলেন অনেকেই। রাতের দিকে কারও কারও গায়ে উঠেছিল জ্যাকেটও। কিন্তু হঠাৎ করে বদলে গেল আবহাওয়া। গত কয়েকদিন ধরে আকাশের মুখ ভার। তাপমাত্রাও অনেকটা বেড়েছে। কেন এমন হচ্ছে? আলিপুর আবহাওয়াবিদরা জানিয়েছেন, রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বঙ্গোপসাগরের উপর দিয়ে আসা দক্ষিণ-পূর্ব বাতাস। কিছুদিন আগেই সমুদ্রে যে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছিল, তার জেরে বঙ্গোপসাগর থেকে রাজ্যে নতুন করে প্রচুর জলীয় বাষ্প নিয়ে দক্ষিণ-পূর্ব বাতাস ঢুকতে শুরু করে। এর প্রভাবে শনিবার সকালে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়।

আবহবিদরা জানিয়েছেন, আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর এবং বীরভূমে হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

Related Articles

Back to top button
error: