HighlightNewsরাজ্য

রাজ্যে হিংসার পরিবেশ তৈরি হয়েছে, আইনশৃঙ্খলার অবস্থা অত্যন্ত খারাপ : রাজ্যপাল জগদীপ ধনকড়

টিডিএন বাংলা ডেস্ক : ‘রাজ্যে হিংসার পরিবেশ তৈরি হয়েছে, আইনশৃঙ্খলার অবস্থা অত্যন্ত খারাপ’ দুই জন কাউন্সিলর খুনের ঘটনায় রাজ্য সকারের তীব্র সমালোচনা করে এমনই মন্তব্য করলেন, বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়। কয়েক দিন আগেই খুন হয়েছেন দুই জন কাউন্সিলর। যে খুনের ঘটনায় নিয়ে তোলপাড় হচ্ছে গোটা বাংলার রাজনীতি। তাদের হত্যায় কে বা কারা জড়িত, কি কারণে এই খুন? এই সব রহস্যের সমাধানে চলছে তদন্ত। গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী সিট। এই পরিস্থিতিতে বুধবার খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। একইসঙ্গে প্রত্যক্ষ ভাবে না বললেও ইঙ্গিতে এর জন্য সরকারকেও কাঠগড়ায় তুলেছেন তিনি। তিনি এদিন বলেন, ‘রাজ্যে হিংসার পরিবেশ তৈরি হয়েছে। রাজনৈতিক হিংসা কোনও পরিস্থিতিততেই কাম্য নয়। রাজ্যে এরকম পরিবেশ কখনও আশা করা যায় না। আইনশৃঙ্খলার অবস্থা অত্যন্ত খারাপ। পরিস্থিতি দ্রুত ঠিক হয়ে যাক, সেটাই চাইছি।’

উল্লেখ্য যে, পুরুলিয়ার ঝালদার কংগ্রস কাউন্সিলর তপন কান্দুকে প্রকাশ্যে তার সঙ্গিদের সামনেই তাঁকে গুলি করে খুন করা হয়। ওই একইদিনে কিছুক্ষনের মধ্যেই সন্ধেবেলায় ঔষধ কিনে ফেরার সময় স্কুটিতে বসে থাকা অবস্থায় পিছন থেকে দুষ্কৃতীর গুলিতে খুন হন পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। একই দিনে দুই কাউন্সিলর খুনের ঘটনায় স্বাভাবিকভাবে রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধী রাজনৈতিক দলগুলি সরকারের কঠোর সমালোচনা শুরু করেছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই খুনের প্রতিবাদে পুরুলিয়ায় বন্ধ পালন করা হয়।

Related Articles

Back to top button
error: