দেশের নতুন বায়ুসেনা প্রধান বিবেক চৌধুরী
টিডিএন বাংলা ডেস্ক : ভারতের পরবর্তী বায়ুসেনার প্রধান হচ্ছেন এয়ার মার্শাল বিবেক চৌধুরি। ৩০ সেপ্টেম্বর মেয়াদ শেষ হচ্ছে বর্তমান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়ার। আর তাঁর জায়গায় এবার দায়িত্বে আনা হচ্ছে ভিআর চৌধুরীকে। মঙ্গল রাতে প্রতিরক্ষামন্ত্রক সূত্রে টুইট করে এমনটাই জানানো হয়েছে।
বর্তমানে ভাইস চিফ পদে রয়েছেন এয়ার মার্শাল ভিআর চৌধুরী। এয়ার মার্শাল ভিআর চৌধুরী ১৯৮২ সালের ২৯ ডিসেম্বর থেকে বায়ুসেনার বিভিন্ন দায়িত্বে রয়েছেন। কর্মজীবনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদেও ছিলেন তিনি। এবার বসতে চলেছেন বায়ুসেনার প্রধান পদে। দীর্ঘদিন বায়ুসেনার সঙ্গে শুধু যুক্ত থাকাই নয়। তিনি পেয়েছেন পরম বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল ও বায়ু সেনা মেডেল। কমান্ড, স্টাফ, বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষক পদ সামলানোর পদে ছিলেন ভিআর চৌধুরী। মিগ ২১, মিগ ২৯, সুখোই ৩০ এরমতো যুদ্ধ বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।
আটের দশকে সিয়াচেনে অপারেশন মেঘদূত কিংবা কার্গিল যুদ্ধে সবক্ষেত্রেই বিশিষ্ট অবদান ছিল ভিআর চৌধুরীর।
বায়ুসেনার বিভিন্ন পদে বারবার নানা পদে ছিলেন তিনি। তবে বায়ুসেনার প্রধানের দায়িত্বে আসা নিঃসন্দেহে বড় দায়িত্ব ভিআর চৌধুরীর ক্ষেত্রে।