টিডিএন বাংলা ডেস্ক : আধার নম্বরের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্কিংয়ের ছাড়পত্র দিল কেন্দ্র। প্রথম ভোটাররা, ভোটার লিস্টে নাম নথিভুক্তির ৪টি সুযোগ পাবেন। নির্বাচন কমিশনের সুপারিশ মতো দেশের ভোট প্রক্রিয়ায় বড়সড় সংস্কারের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার।
আধারের সঙ্গে লিঙ্ক করা যাবে ভোটার কার্ড। নির্বাচনী সংস্কারের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নিল কেন্দ্র। প্যান ও আধার যেভাবে সংযুক্ত করা হয়েছে, সেইভাবে একজন ভোটারের আইকার্ডের সঙ্গে আধারকে যোগ করা যাবে। তবে এই পদ্ধতি মোটেই বাধ্যতামূলক নয়। কেউ চাইলে, এমনটা করাতেই পারেন। এই লিঙ্ক করলে কী সুবিধা হবে? নির্বাচন কমিশনের দাবি, এরফলে জাল ভোট বন্ধ হবে। প্রক্সিভোট বন্ধ হবে। অর্থাৎ মোটের ওপর ভোটার তালিকা সুরক্ষিত থাকবে।
১ জানুয়ারি থেকে শুরু হবে এই প্রক্রিয়া। নতুন যাঁরা ভোটার, তাঁরা বছরে ৪ বার নাম তোলার সুযোগ পাবেন। ৪টি ভিন্ন কাট অফ ডেট থাকবে। আরও একটি প্রস্তাব অনুমোদন পেয়েছে। ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার একাধিক সুযোগ থাকবে এবার থেকে।